Sunday, September 8, 2024
বাড়িরাজ্যসামাজিক কাজেও এগিয়ে আসছে সরকারি কর্মচারীরা : রতন

সামাজিক কাজেও এগিয়ে আসছে সরকারি কর্মচারীরা : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি : শনিবার আগরতলা প্রেস ক্লাবে  টি.এস.ই.সি.এল ফিনান্স এন্ড আদারস এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের এমডি দেবাশিষ সরকার সহ অন্যান্য আধিকারিক।

 শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, ভারতবর্ষের মধ্যে রক্তদানের ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে ত্রিপুরা রাজ্য। এইটা একটা ভালো লক্ষণ। সরকারি কর্মীরা সরকারি কাজের পাশাপাশি সমাজসেবা মূলক কাজও করে থাকে। দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন মন্ত্রী রতন লাল নাথ। এইদিন যারা শিবিরে রক্তদানে এগিয়ে এসেছেন সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান মন্ত্রী রতন লাল নাথ। তিনি আরো বলেন রক্তদান মহৎদান। রক্তের বিকল্প নেই। এর মাধ্যমে একটি প্রাণ বেঁচে যায় বলে জানান। উদ্বোধনি অনুষ্ঠান শেষে মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন। পাশাপাশি রক্ত দাতাদের উৎসাহ প্রদান করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য