স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি : বিয়ে বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক এক চোর। প্রমিলা বাহিনী উত্তম মধ্যম দিয়ে ধৃত চোরকে তুলে দেয় পুলিশের হাতে। ঘটনার বিবরণে জানা যায় শনিবার বিশালগড়ের আমবাগান এলাকার বাসিন্দা প্রয়াত রায় মোহন সাহার বাড়িতে বিয়ের পানখিলী অনুষ্ঠান চলছিল।
সেই সময় গলায় উত্তরীয় পরিধান করে এক যুবক বাড়িতে প্রবেশ করে চুরি করার উদ্দেশ্যে। বিয়ে বাড়িতে উপস্থিত মহিলাদের সন্দেহ হওয়ায় মহিলারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। কিন্তু ঐ যুবক কোন সঠিক উত্তর দিতে পারছিল না। এমনকি সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মহিলারা ঐ যুবককে আটক করে ফেলে। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ধৃত চোরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জানা যায় ধৃত যুবকের বাড়ি মেলাঘরের নলছড় এলাকায়।