স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৬.০ -র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বেলাবর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি হরি দুলাল আচার্য সহ অন্যান্যরা।
৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযান চালবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার, কলেজে এই কর্মসূচি চলবে। ১৪ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে বাড়ি বাড়ি, ইটভাট্টা, চা বাগান, আরবান বস্তি, প্রাইভেট কোচিং ইনস্টিটিউশন ইত্যাদি জায়গায়। ১৯ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হবে। সেখানে মাতৃদুগ্ধ পানের উপযোগিতা সম্পর্কে সচেতন করা হবে এবং কিশোরীদের যাতে বিবাহ না হয় সে বিষয়ে প্রচার করা হবে। এইদিন পশ্চিম জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা মিনা রানী সরকার মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।