স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : মহিলাদের ন্যায় দেওয়ার দাবিতে প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে এক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
শুক্রবারে এরই অঙ্গ হিসেবে প্রদেশ কংগ্রেস ভবনে এক কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। তিনি বলেন, মহিলাদের ন্যায় পাইয়ে দেওয়ার দাবিতে শামিল হয়েছে মহিলা কংগ্রেস। এর অঙ্গ হিসেবে নারী নির্যাতনের ঘটনা রুখতে প্রদেশ মহিলা কংগ্রেস নারী ন্যায় যাত্রার আয়োজন করেছে।