স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি : স্বামীর হাতে গুরুতর আহত এক গৃহবধূ। ঘটনা সোনামুড়া থানাধীন কালাপানিয়া এলাকায়। বর্তমানে ওই গৃহবধূকে সোনামুড়া থেকে জিবিতে রেফার করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, সোনাপুর এলাকার হাবিবুর রহমানের মেয়ে সিরিনা আক্তারকে ১২ বছর আগে কালাপানিয়া গ্ৰাম পঞ্চায়েত এলাকার আব্দুল হকের কাছে সামাজিক ভাবে বিয়ে দেয়।।
তবে বিয়ের পর থেকে অশান্তি শুরু হয় পরিবারে। কয়েক বার সামাজিক বিচারও হয়। কিন্তু তারপরও নেশাগ্রস্ত অবস্থা এসে স্বামী আব্দুল হক স্ত্রী উপর নির্যাতন চালায়। বৃহস্পতিবার নির্যাতন করার ফলে বাবার বাড়িতে আসার সময় স্বামী আব্দুল হক স্ত্রী সিরিনাকে প্রচন্ড মারধর করে। এতে গুরুতর আহত হয় গৃহবধূ। পরে স্থানীরা দেখে সোনামুড়া হাসপাতাল নিয়ে গেলে গৃহবধূর বাপের বাড়ির লোকজন ছুটে যায়। পরে আহত গৃহবধূকে জিবি হাসপাতালে রেফার করা হয়। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।