স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ফেব্রুয়ারি : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষার পরীক্ষায় পরীক্ষার্থীরা নিজেদের পছন্দ মতো লিখতে পারবে। অর্থাৎ রোমান স্ক্রিপ্ট, বাংলা কিংবা ইংরেজি ভাষায় পরীক্ষায় লিখতে পারবে পরীক্ষার্থীরা।
মঙ্গলবার বিকালে রাজধানীর প্যালেস কম্পাউন্ডস্থিত টি.আই.এস.এফ-এর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান টি.আই.এস.এফ-এর সভাপতি সাজড়া দেববর্মা। তিনি জানান সোমবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সাথে এই বিষয় নিয়ে সাক্ষাৎ করা হয়। সাক্ষাৎকারের সময় পর্ষদ সভাপতি আশ্বাস দিয়েছে ককবরক ভাষার পরীক্ষায় পরীক্ষার্থীরা রোমান স্ক্রিপ্ট, বাংলা কিংবা ইংরেজিতে লিখতে পারবে। তবে এই বিষয়ে এখনো কোন লিখিত বিজ্ঞপ্তি জারি করা হয় নি বলে জানান তিনি।