স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ফেব্রুয়ারি : উন্নয়নের ঠেলায় নির্মীয়মান দেওয়াল ১০ দিনের মধ্যেই হুড়মুড়ে ভেঙে পড়লো। উদয়পুর – সোনামুড়ার শ্রীমন্তপুর পর্যন্ত নির্মীয়মান জাতীয় সড়কের রিটার্নিং দেওয়ালের একটা বড় অংশ মঙ্গলবার সকালে ভেঙে পড়ে।
ঘটনা সোনামুড়ার শান্তিপল্লি এলাকায়। তবে হতাহতের কোন খবর নেই। ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছে এলাকার সাধারণ মানুষ। জানা যায়, উদয়পুর থেকে সোনামুড়ার শ্রীমন্তপুর সীমান্ত পর্যন্ত শুরু হয়েছে জাতীয় সড়ক নির্মাণের কাজ। কিন্তু এলাকার সাধারণ মানুষের অভিযোগ এই বহু মূল্যের সড়ক নির্মাণে কাজ হচ্ছে অতি নিন্মমানের। এ কারনেই সোনামুড়ার রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের শান্তিপল্লি এলাকায় সোমবার আচমকা ভেঙে পড়ে নির্মীয়মান সড়কটির রিটার্নিং দেওয়ালের একটি বড় অংশ।
এলাকাবাসীর অভিযোগ পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট এবং মোটা রড ব্যবহার না করার এ ধরনের ঘটনা ঘটেছে। একদিকে নিন্মমানের কাজ, অপরদিকে নির্মাণ চলাকালীন ধোলায় অতিষ্ঠ জনজীবন। তাদের বক্তব্য যতদিন না পর্যন্ত এই নির্মাণ কাজ শেষ হচ্ছে ততদিন নির্মীয়মান এই সড়কে প্রতিদিন দুবেলা করে জল দেওয়ার কথা ছিল। কিন্তু তা দেওয়া হচ্ছে না বলে আশেপাশের মানুষ মহা বিপাকে পড়ছে। অনেকেই এতে অসুস্থ্য হয়ে পড়ছেন বলেও দাবি এলাকাবাসীর। ভেঙে পড়া দেওয়ালের অংশ তড়িঘড়ি লোকচক্ষুর আড়াল নিয়ে যাওয়ার জন্য নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে বুল ড্রজার নিয়েও হাজির হয়ে গিয়েছিল। কিন্তু এলাকাবাসীর বাধায় তাদের উদ্দেশ্য সফল হয়নি।