স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ফেব্রুয়ারি : ভাষা দিবসকে সামনে রেখে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪২ তম আগরতলা বই মেলা। আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে মঙ্গলবার বইমেলার স্টেয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা মেলার অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান দীপক মজুমদার।
বৈঠকে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় সহ সাহিত্যিক লেখক প্রকাশক ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকেরা। মেয়র জানান আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪২ তম আগরতলা বইমেলা। বইমেলাকে সামনে রেখে মঙ্গলবার স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে প্রস্তুতির মূলক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আলোচনা হয় আসন্ন বইমেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে। যাতে মেলাতে অংশ নেওয়া ব্যবসায়ীরা সুন্দরভাবে তাদের ব্যবসা করতে পারে। মেয়র বলেন, অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান করার পর স্টিয়ারিং কমিটি করে আটটি সাব কমিটি করা হয়েছে। সরকার পরিবর্তনের পর বইমেলায় ব্যাপক পরিবর্তন এসেছে। এ বছর ভাষা দিবসকে সামনে রেখে ২১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে বলে জানান তিনি।