স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : ত্রিপুরা এস পি কিউ ই এম মাদ্রাসার শিক্ষকদের সমকাজে, সমবেতন সহ সর্ব শিক্ষার শিক্ষাকদের মতো সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা, ত্রিপুরা এস পি কিউ ই এম স্কিমের অধীন ১২৯ টি মাদ্রাসা কর্মরত শিক্ষক সহ মাদ্রাসাকে Grant in Aid -এর আওতায় আনা, মাদ্রাসায় কর্মরত শিক্ষকরা চাকুরিরত অবস্থায় মারা গেলে বা পেনশনের যায় এই অবস্থায় কর্মরত শিক্ষক পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়া সহ ৬ দফা দাবিতে সোমবার অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন রাজ্য কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়।
বুনিয়াদি শিক্ষা দপ্তরের অধিকর্তার হাতে দাবি সনদ তুলে দেন। তাদের দাবি সমকাজে সমবেতন দিতে হবে। নাহলে আগামী দিনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তারা। ডেপুটেশনের পর সংগঠনের সহ-সভাপতি শাহ আলম জানান, মাদ্রাসার ছয় বছর পর সর্বশিক্ষা স্কিন এনে শিক্ষকদের নিয়োগ করা হয়। ২০০২-২০০৯ পর্যন্ত মৌখিকভাবে তাদের নিয়োগ করা হয়েছে। কিন্তু মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের অফার দিয়ে নিয়োগ করার পরেও তাদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। তাই তারা দপ্তরের অধিকর্তার চান্দিনী চন্দনের কাছে ডেপুটেশন প্রদান করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে বলে জানান এদিন।