স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ফেব্রুয়ারি : পশ্চিম জারুলবাচাই এলাকায় রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠতে শুরু করেছে। স্থানীয়রা জানান, মুখ্যমন্ত্রী যাতে তদন্ত করে রাস্তার কাজ করা ঠিকাদারের। অভিযুক্ত ঠিকাদারের নাম মানিক সাহা। তিনি রাস্তাটি নির্মাণের বরাত পাওয়ার পর দীর্ঘদিন ধরে স্লথ গতিতে কাজ করে চলছেন। এর মধ্যে নিম্নমানের কাজ করে যাচ্ছে।
রাস্তা নির্মাণের ক্ষেত্রে পিজের ঢালাই দেওয়া হচ্ছে তাদের সঠিকভাবে নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে না। ফলে রাস্তা দিয়ে গাড়ি চলাচলের পথ দেখা যাচ্ছে পিজ উঠে যাচ্ছে। দীর্ঘদিনের দাবির পর রাস্তাটি নির্মাণের কাজ শুরু হয়েছিল। তারপরেও এতটা নিম্নমানের কাজ হওয়ায় সমস্যার সমাধান হবে না বলে মনে করছে স্থানীয়রা। দাবি করছে বিষয়টির তদন্ত করা দরকার। নাহলে রাস্তা অত্যন্ত নিম্নমানের হচ্ছে। দুর্ঘটনা এবং দুর্ভোগ কমবে না, বাড়বে। তাই সমস্যা রাঘব করতে বিষয়টি অবিলম্বে প্রশাসন দ্বারা তদন্তের প্রয়োজন বলে সরকারি দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা। তবে এদিনের রাস্তার নিম্নমানের কাজ দেখে স্পষ্ট হয়ে গেছে কতটা স্বচ্ছ প্রশাসন? মন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে স্বচ্ছ প্রশাসনের দাবি করলেও প্রশাসনিক কাজ অশ্বডিম্ব।