স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ফেব্রুয়ারি : শনিবার থেকে রাজধানীর সুপারি বাগান স্থিত দশরথ দেব ভবনে আই পি এফ টি -র এম সি সি সম্মেলন শুরু হয়। এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন আই পি এফ টি -র সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া। তিনি জানান, ৬ মাস অন্তর অন্তর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে এবারের সম্মেলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩৪ টি মহাকুমার থেকে সদস্যরা এদিন সম্মেলনে উপস্থিত হয়। তিন শতাধিক সদস্যের মধ্যে ৯০ শতাংশ সদস্য এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন। দলের বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। আগামীকাল দ্বিতীয় দিন। এদিনও দলের আগামীদিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। আগামী দুই মাস পর রাজ্য কমিটি সম্মেলনে। তিন বছর পর পর সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দলের ত্রুটি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে বলে জানান মেভার কুমার জমাতিয়া। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন মহাকুমা স্তরের অন্যান্য নেতৃবৃন্দ।