স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : গাঁজা সহ আটক এক যুবক, পলাতক আরো একজন। জানা যায়, বুধবার রাতে আমবাসা রেল স্টেশনে দুইজন ব্যক্তির ব্যাগ নিয়ে রেলের জন্য অপেক্ষা করছিল। সেই সময় আমবাসা রেল পুলিশের সন্দেহ হলে দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে যায়।
তখন একজন পালিয়ে যায়। পুলিশ সন্দেহভাজন কিশান দেব্বর্মা নামে একজনকে আটক করে ব্যাগে তল্লাশি চালায়। দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে আটটি পেকেটে ২৪ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে। যার কালো বাজারি মূল্য আনুমানিক ২ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানায় রেল পুলিশ। জানা যায় কিশান দেব্বর্মার বাড়ি সিধাই থানা এলাকায়, পুলিশ অভিযুক্তের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করবে বলে খবর।