স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি : রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের রেডিওলোজি বিভাগ থেকে দিনরাত পরিষেবা প্রদান করা হয়ে থাকে। এর মধ্যে রেডিওলোজি পরিষেবার মধ্যে রয়েছে সিটি স্ক্যান, এম.আর.আই, ডিজিটাল এক্সে, আল্ট্রা সোনোগ্রাফি ইত্যাদি। এছাড়াও হার্টের এনজিওগ্রাফি, হার্টের সিটি স্ক্যান হয়ে থাকে জিবি হাসপাতালের রেডিওলোজি বিভাগে। বৃহস্পতিবার জিবি হাসপাতালের রেডিওলোজি বিভাগের পরিষেবা নিয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান রেডিওলোজি বিভাগের এইচ.ও.ডি ডাক্তার অসীম দে।
বিভিন্ন ধরনের এম.আর.আই হয়ে থাকে রেডিওলজি বিভাগে। পূর্বে প্রতিদিন এক বেলা এমআরআই পরিষেবা প্রদান করা হতো। বর্তমানে রাত্রি ১০ টা পর্যন্ত এম.আর.আই পরিষেবা প্রদান করা হয়। তার বাইরে জরুরি ভিত্তিতে এমআরআই পরিষেবা প্রদান করা হয়। তিনি আরও জানান ২০২৩ সালে জিবি হাসপাতালের রেডিওলজি বিভাগে সংযোজন করা হয়েছে থ্রীডি ডিজিটাল মেমোগ্রাফি। এই থ্রীডি ডিজিটাল মেমোগ্রাফির মাধ্যমে স্তন ক্যান্সার নির্ণয় করা হয় বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে এইদিন ডাক্তার অসীম দে-র সাথে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের এমএস শঙ্কর চক্রবর্তী, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার অনুপ কুমার সাহা।