Saturday, July 27, 2024
বাড়িরাজ্যচাই পে চর্চা

চাই পে চর্চা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি : ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে মাতৃ শক্তিকে একত্রিত করতে গত ৯ জানুয়ারি সরকার দেশব্যাপী শক্তি বন্ধন কর্মসূচি হাতে নিয়েছে। সারা দেশব্যাপী এই কর্মসূচি সফল করতে নয় সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে। রাজ্যে ইতিমধ্যেই শক্তি বন্ধন কর্মসূচি শুরু হয়ে গেছে। রাজ্যে এই কর্মসূচি সফল করার দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী।

 বৃহস্পতিবার প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে স্ব-সহায়ক দল এবং এন.জি.ও -র মহিলাদের নিয়ে চায়ে পে চর্চা অনুষ্ঠানে শক্তি বন্ধন কর্মসূচি পালিত হয়। মহিলাদের স্বশক্তিকরন তথা আত্মনির্ভর করে তোলা নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন পশ্চিমবঙ্গের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে যে জায়গায় ৫০০০ স্ব-সহায়ক দল ছিল, সে জায়গায় বিজেপি সরকারের পাঁচ বছরে ৫০ হাজারের অধিক স্ব-সহায়ক দল হয়েছে। এতে বুঝা যায় রাজ্যে পরিস্থিতির পরিবর্তনে মহিলার আত্মনির্ভর হতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সদর জেলা বিজেপি -র সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য