স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি : হকার উচ্ছেদের প্রতিবাদে মেয়রের দ্বারস্থ হল সিপিআইএম। শুক্রবার সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে দেখা করে দাবি জানান হকারদের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ না করার জন্য। এবং সম্প্রতি যেসব উচ্ছেদ আগরতলা শহরে হয়েছে তার তীব্র প্রতিবাদ জানান প্রতিনিধি দল।
ডেপুটেশনের পর সিপিআইএম নেতা তথা সি আই টি ইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত জানান, আগরতলা পুর নিগম যেভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে, তাতে গরিবদের উপর আঘাত নেমে আসছে। কারণ হকারদের জন্য বিকল্প ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করা ঠিক হয়নি বলে অভিমত ব্যক্ত করেন তিনি। সৌন্দর্যের জন্য মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেদিকে দেখতে হবে। কিন্তু মানুষের সাথে কথা না বলে নিগম এভাবে উচ্ছেদ করা সঠিক হয়নি। তাই তাদের জন্য অবিলম্বে বিকল্প ব্যবস্থা করে দেওয়া দাবি জানানো হচ্ছে। তিনি আরো বলেন বটতলা বাঁশ বাজারের মামলা উচ্চ আদালতে স্থিতাবস্থা থাকার পরেও নির্গম কর্তৃপক্ষের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া সম্পূর্ণভাবে বেআইনি বলে মনে করা হচ্ছে। এর তীব্র বিরোধিতা জানান তিনি। এদিন প্রতিনিধিদলে এছাড়াও উপস্থিত ছিলেন সি পি আই এম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।