Wednesday, February 12, 2025
বাড়িখেলারাষ্ট্রপতি সকাশে সচিন, কিংবদন্তী ক্রিক্রেটারের সঙ্গে বার্তালাপ কোবিন্দের

রাষ্ট্রপতি সকাশে সচিন, কিংবদন্তী ক্রিক্রেটারের সঙ্গে বার্তালাপ কোবিন্দের



মুম্বই, ১১ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন কিংবদন্তী ক্রিক্রেটার ও ভারতরত্ন সচিন তেন্ডুলকর। শুক্রবার সকালে মুম্বইয়ের রাজভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া-র টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে এই সাক্ষাৎকার সম্পর্কে জানানো হয়েছে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এখন মহারাষ্ট্র সফরে রয়েছেন, বৃহস্পতিবারই মুম্বইয়ে পৌঁছেছিলেন রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার টুইটার হ্যান্ডেলে রাষ্ট্রপতি ও সচিনের সাক্ষাৎকারের ছবি আপলোড করে জানানো হয়েছে, কিংবদন্তী ক্রিক্রেটার ও ভারতরত্ন সচিন তেন্ডুলকর মুম্বইয়ের রাজভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি ও সচিনের মধ্যে বেশ কিছু সময় কথাও হয়েছে। উল্লেখ্য, এদিনই মুম্বইয়ের রাজভবনে নতুন দরবার হলের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি, উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য