স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জানুয়ারি : বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ পানিসাগর মহকুমা রামনগরের রাষ্ট্রীয় অনাথ আশ্রম সংলগ্ন এলাকায় বাইক সহ এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম সৌরভ দাস। বয়স ২৩ বছর। তার সাথে যে বাইকটি ছিল এর নাম্বার টি আর 05 ডি 7864।
ঘটনার বিবরণে জানা যায়, সৌরভ দাসের বাড়ি উত্তর দেওছড়া চার নং ওয়ার্ড এলাকায়। মঙ্গলবার রাত ১১ টার নাগাদ মনসা পূজার প্রসাদ খেয়ে সে বাড়ি ফিরছিল। কিন্তু সে আর বাড়ির। বাড়ির লোকজনেরা সারারাত চিন্তিত ছিল। বুধবার সকালে রাষ্ট্রীয় অনাথ আশ্রম সংলগ্নে তাকে বাইক সহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনাটি যে এলাকায় ঘটে সেখান থেকে তার বাড়ি ৫০০ মিটার। এলাকার মানুষজন সকাল ছয়টায় পানিসাগর থানায় ফোন করে ঘটনাটি অবগত করে। ঘটনাস্থল থেকে পানিসাগর পুলিশ স্টেশনের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। পুলিশ প্রায় তিন ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং পানিসাগর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।