স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জানুয়ারি : বাড়ির লোকের অনুপস্থিতিতে এক ব্যক্তির বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণলঙ্কা নিয়ে পালিয়ে যায় চোরের দল। ঘটনা বিশালগড় থানাধীন নারাউড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বাড়ির মালিক মহিউদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে বোনের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ খেতে গিয়েছিল।
এই সুযোগে মঙ্গলবার রাতে মহিউদ্দিনের ঘরের দরজা তালা ভেঙে চোরের দল নগদ টাকা সহ মূল্যবান স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পরে বুধবার দুপুরে মহিউদ্দিন বাড়িতে এসে দেখতে পান তার ঘরের তালা ভাঙ্গা। এবং ঘরের ভিতর সমস্ত জিনিস এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ মহিউদ্দিনের বাড়ি থেকে চুরির কাজে ব্যবহৃত একটি লোহার রড উদ্ধার করেছে।