স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জানুয়ারি : বুধবার দুপুরে মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীবাস পরিদর্শনে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। পরিদর্শনে গিয়ে তিনি ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করেন। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে যেমন ভুগছে এবং সরকারি কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত এই হোস্টেলের বহু মূল্যবান সামগ্রী অযত্নে পড়ে থাকতে দেখেন। মন্ত্রী কথা বলেন হোস্টেলের ছাত্রীদের সাথে।
পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ছাত্রীবাসে ১০০ আসনের মধ্যে ৫০ আসন ডেন্টাল কলেজের ছাত্রীদের জন্য দিয়ে দেওয়া হয়েছে, আর বাকি ৫০ আসনে জনজাতি ছাত্রীরা থাকবে। ছাত্রীবাস গত দু’বছর ধরে ম্যানপাওয়ারের সমস্যা ছিল। এছাড়াও বেশ কয়েকটি সমস্যা ছাত্রীদের সাথে কথা বলে অবগত হয়েছেন তিনি। হোস্টেলের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি আগামী ১০ দিনের মধ্যে সমাধান করা জন্য জনজাতি কল্যাণ দপ্তরের ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।