Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যকরোনার আক্রান্তের সংখ্যা আরও কমল, থেমে রয়েছে মৃত্যু মিছিল

করোনার আক্রান্তের সংখ্যা আরও কমল, থেমে রয়েছে মৃত্যু মিছিল


আগরতলা, ১১ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় সক্রিয় করোনার আক্রান্তের সংখ্যা আরও কমেছে।সেই সঙ্গে থেমে আছে মৃত্যু মিছিলও । ফলে, ত্রিপুরাবাসী করোনার প্রকোপ নিয়ে ক্রমশ ভয়মুক্ত হচ্ছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৫২৫ এবং র‍্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২৭৯২ জনকে নিয়ে মোট ৩৩১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৪ জন এবং র‍্যাপিড অ্যান্টিজেনে ১৮ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ২২ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। দৈনিক সংক্রমণের হার বর্তমানে সামান্য কমে হয়েছে ০.৬৬ শতাংশ। গতকাল ৩৫৮৬ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোঁজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ০.৬৭ শতাংশ। কারোর মৃত্যু হয়নি।
এদিকে, সুস্থতা স্বস্তি দিয়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৯০ জন করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩০৭ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৭৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৪৭০ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.২৪ শতাংশ। তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৭৮ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় কোন মৃত্যু না হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৯১৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, অনেকদিন বাদে পশ্চিম জেলা, গোমতি জেলা, ঊনকোটি জেলা এবং উত্তর ত্রিপুরা জেলা করোনা সংক্রমণে একই স্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলা, গোমতি জেলা, ঊনকোটি জেলা এবং উত্তর ত্রিপুরা জেলায় ৪ জন করে, দক্ষিণ জেলায় ৩ জন, সিপাহীজলা জেলায় ২ জন এবং ধলাই জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। খোয়াই জেলায় কেউ করোনা আক্রান্ত হননি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য