Friday, February 14, 2025
বাড়িবিশ্ব সংবাদবার্লিনে রাশিয়া-ইউক্রেইন আলোচনায় ‘অগ্রগতি হয়নি’

বার্লিনে রাশিয়া-ইউক্রেইন আলোচনায় ‘অগ্রগতি হয়নি’

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি। ইউক্রেইনের পূর্বাঞ্চলে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ৮ বছর ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে বার্লিনে অনুষ্ঠিত একদিনের বৈঠক ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছে রাশিয়া ও ইউক্রেইন।

বৃহস্পতিবার দুই পক্ষের ওই বৈঠকে ফ্রান্স ও জার্মানির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এ বৈঠকে কোনো অগ্রগতি না হওয়ায় ইউক্রেইন ঘিরে গত কয়েক মাস ধরে চলা উত্তেজনা নিরসনের চেষ্টা ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। রাশিয়া ইউক্রেইন সীমান্তে লাখের বেশি সৈন্য জড়ো করায় দুই দেশের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা থেকে এ উত্তেজনার সূত্রপাত হয়।বার্লিনে আলোচনার পর বৃহস্পতিবার গভীর রাতে রাশিয়ার দূত দিমিত্রি কোজাক তার ব্রিফিংয়ে বলেছেন, ডনবাসে যুদ্ধ থামানোর লক্ষ্যে ২০১৫ সালে হওয়া চুক্তির বিষয়ে রাশিয়া ও ইউক্রেইনের ভিন্ন ভিন্ন ব্যাখ্যার কারণে দুই পক্ষ একমত হতে পারেনি।

“আমরা সমাধানে আসতে পারিনি,” বলেছেন তিনি।ইউক্রেইনের দূত আন্দ্রিই ইয়েরমাক বলেছেন, দুই পক্ষ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।“আশা করছি শিগগিরই আমরা ফের মিলিত হবো এবং আলোচনা চালিয়ে যাবো। আলোচনা ফলপ্রসূ করতে সবাই দৃঢ়প্রতিজ্ঞ,” বলেছেন তিনি।ডনবাস নামে পরিচিত উইক্রেইনের বিচ্ছিন্ন হতে চাওয়া দুটি অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কে আপাত যুদ্ধবিরতি চললেও সেখানে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপের (ওএসসিই) পর্যবেক্ষকরা সেখানে নিয়মিত সহিংসতার ঘটনা রেকর্ড করছেন; কখনো কখনো দিনেই শতাধিক ঘটনারও খবর পেয়েছেন তারা।

ইউক্রেইনের ভাষ্য, ২০১৪ সাল থেকে ওই অঞ্চলে যুদ্ধে প্রায় ১৫ হাজার মানুষের প্রাণ গেছে।

২০১৫ সালে দোনেৎস্ক ও লুহানস্কের সঙ্গে রাশিয়া, ইউক্রেইন ও ওএসসিই-র প্রতিনিধিরা ১৩ দফার একটি চুক্তিতে পৌঁছান, তাতে ফ্রান্স ও জার্মানিও সমর্থন দেয়। ওই বছরের ফেব্রুয়ারিতে বেলারুশের রাজধানী মিনস্কে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল।ইউক্রেইন এখন ওই চুক্তি নতুন করে লিখতে চাইছে এবং আলোচনায় তাদের সুবিধা মতো অংশই হাজির করছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

অন্যদিকে ইউক্রেইন বলছে, তারা চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ।“ইউক্রেইনীয় পক্ষ গঠনমূলক আলোচনায় প্রস্তুত। আমাদের মিনস্ক চুক্তি আছে এবং এটি পূর্ণাঙ্গ করা দরকার বলে সবাই আজ নিশ্চিত হয়েছে,” বলেছেন ইয়েরমাক।ডনবাসে সংঘর্ষে রাশিয়ার সংশ্লিষ্টতা নেই বলে মস্কো দাবি করে এলেও তা মানতে নারাজ কিয়েভ। তাদের দাবি, ইউক্রেইনের ভূখণ্ডের ভেতর ঢুকে রুশ সেনারা বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে।ইউক্রেইন দোনেৎস্ক ও লুহানস্কের নেতাদের সঙ্গে আলোচনায়ও অস্বীকৃতি জানিয়েছে। এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি, ক্রেমলিন ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।ইউক্রেইন আক্রমণ করার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই বলেও দাবি মস্কোর। তবে তারা বলছে, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রতিবেশী দেশটি যেন নেটোতে যোগ দিতে না পারে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট যেন সেখানে ঘাঁটি গাড়তে বা ক্ষেপণাস্ত্র  মোতায়েন না করতে পারে তার নিশ্চয়তা চায় তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য