Monday, December 23, 2024
বাড়িরাজ্যকিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানের আয়োজন

কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি : মঙ্গলবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের কনফারেন্স হলে পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে দুইদিন ব্যাপি জেলা স্তরের কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার ও বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়।

বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় জানান, ছাত্রীদের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হল কিশোরী উৎকর্ষ মঞ্চ। এদিন পশ্চিম জেলা ভিত্তিক কর্মসূচি শুভ উদ্বোধন হয়। দুদিন ব্যাপী চলবে এই কর্মসূচি। ছাত্রীরা তাদের নিজ দক্ষতা তুলে ধরতে পারবে। এতে করে তাদের মধ্যে অনুপ্রেরণা বাড়বে। আগামী দিনে মেয়েরা এতে করে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার সুযোগ পাবে বলে জানান মুখ্য সচেতন কল্যাণী রায়। তিনি আরো বলেন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি এই ফ্ল্যাট ফর্মে তুলে ধরবেন। এবং এই প্লাটফর্ম থেকে তারা বাছাই হয়ে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে অংশ নেবে। তারপর দেশের ফ্ল্যাট ফর্মে তারা অংশ নেবে বলে জানান কল্যাণী রায়। অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রী সহ বিশিষ্ট সম্মানিত মহিলা ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য