স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি : বিশ্রামগঞ্জ রেল ব্রিজ সংলগ্ন এলাকায় দূর্ঘটনার কবলে পড়লো আঙ্গুর ফল বোঝাই ১২ চাকার লরি। বিশ্রামগঞ্জ রেল ব্রিজ সংলগ্ন এলাকায় সোমবার গভীর রাতে রাস্তার বাক নিতে গিয়ে আঙ্গুর ফল বোঝায় ১২ চাকার লড়িটি উল্টে যায়।
জানা যায় TN-28 BH-0560 নাম্বারের ১২ চাকার লরিটি মহারাষ্ট্র থেকে আঙ্গুর ফল নিয়ে রাজ্যে আসে। রাজ্যে আসার পর গাড়িটি সোনামুড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা। গাড়ি উল্টে যাওয়ার ফলে অল্পবিস্তার আহত হয় চালক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক জানায় গভীর রাতে রাস্তার বাক নেওয়ার সময় আচমকা গাড়ি উল্টে যায়। এতে সে কিছুটা আঘাত পেয়েছে।