স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি : রাজ্য সরকার মিশন ১০০ প্রকল্পের মাধ্যমে স্কুল উন্নয়ন করার পাশাপাশি সমস্ত পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। সে মোতাবেক শুক্রবার সকালে বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ দিলীপ দাস, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, সদর মহকুমা শাসক অসীম কুমার সাহা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা পরিদর্শনে যান।
স্কুলের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখে বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকেরা। এই সফরে সঙ্গে ছিলেন সুভাষ বিদ্যানিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক তপন চক্রবর্তী সহ স্কুলের শিক্ষকরা। বিধায়ক ডাঃ দিলীপ দাস জানান, দীর্ঘ দিনের ঐতিহ্যবাহী স্কুল নেতাজী সুভাষ বিদ্যানিকেতন। এই স্কুলের নানাহ সমস্যার বিষয়ে অবগত হয়ে তা শিক্ষা মন্ত্রীর গোচরে নেওয়া হয়। শিক্ষামন্ত্রী বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব, পুরনিগমের কমিশনারকে বিষয়টি দেখার জন্য বলেন। তারই পরিপ্রেক্ষিতে এদিনের সফর। নেতাজী সুভাষ বিদ্যানিকেতন ও তাঁর আশাপাশ ঘুরে দেখেন তারা। আগরতলা পুর নিগমের কমিশনার বিষয় গুলি সম্পর্কে অবগত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মিশন ১০০ র মধ্যে স্কুলকে আনা যায় কিনা তাঁর পরিকল্পনা করা হচ্ছে। বিধায়ক জানান তিনি স্কুলে পড়াকালীন এই স্কুলের মাঠে প্রচুর বড় বড় খেলা হতো। এখন এই মাঠ পার্কিং জোনে পরিণত হয়েছে। মাঝে মাঝে এখানে সার্কাস বসে যায়। তাই মাঠের অবস্থা খুব শোচনীয়। পাশাপাশি স্কুলের জমি দখল করা হয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হবে। খেলার মাঠ সংস্কার করা হবে। একই সঙ্গে ড্রেন গুলির হাল ফেরানো হবে। এরপর ধাপে ধাপে আর কি করা যায় তা দেখা হবে বলে জানান বিধায়ক ডাঃ দিলীপ দাস।