স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি : স্বামীর নির্মম অত্যাচারে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক বলে অভিযোগ। আহত গৃহবধূকে যাত্রাপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে জিবি হাসপাতালে রেফার করলেন চিকিৎসক। ঘটনা, যাত্রাপুর থানা এলাকার বড়নারায়ণ গ্রামে। পাষন্ড স্বামীর নাম অঞ্জন দাস। পাঁচ বছর আগে কাঠালিয়ার খগেন্দ্র চন্দ্র বনিকের নিয়ে পলি রানী বণিকের সাথে বিয়ে হয়।
বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ। তবে গৃহবধুর বাবার অভিযোগ ঠিক মতো গৃহবধূর চাহিদা মেটাটো না। কিছু বললেই স্ত্রীর মারধর করত অভিযুক্ত স্বামী। এর মধ্যে একটি পুত্র সন্তান জন্ম হয়। সোমবার ভোর বেলায় কোন এক বিষয় ঘিরে গৃহবধুর স্বামী লাঠি হাতে নিয়ে গৃহবধূর মাথার পেছনে আঘাত করে। দেহের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। মহিলা রক্তাক্ত হয়ে সংজ্ঞা হারিয়ে ফেলে। প্রতিবেশীরা খবর দেয় গৃহবধূর বাপের বাড়িতে। খবর পেয়ে ছুটে যায় গৃহবধূর পিতা খগেন্দ্র চন্দ্র বনিক। গৃহবধূর পিতা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় নিয়ে আসে প্রথমে যাত্রাপুর থানায় পুলিশের কাছে। পুলিশের পরামর্শে নিয়ে যায় তড়িঘড়ি কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার রেফার করেন আগরতলা জিবি হাসপাতালে। বর্তমানে আহত গৃহবধূর জিবি হাসপাতালে চিকিৎসাধীন।