Sunday, September 8, 2024
বাড়িরাজ্যচুরি যাওয়া স্কুটি উদ্ধার

চুরি যাওয়া স্কুটি উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসের দিন চুরি যাওয়া স্কুটি উদ্ধার করল এন.সি.সি থানার পুলিশ। কিন্তু চোরের টিকির লাগালও পেল না পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় লক্ষীনারায়ণ বাড়ি রোড এলাকার বাসিন্দা অভি চক্রবর্তী ২৬ জানুয়ারি এক আত্মীয়কে দেখতে জিবি হাসপাতালে যায়। জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সামনে সে নিজের TR-O1AR-6284 নাম্বারের স্কুটিটি রেখে যায়।

 আনুমানিক দুই ঘন্টা পর ফিরে এসে দেখতে পান ওনার স্কুটিটি নেই। সাথে সাথে তিনি ছুটে যান জিবি ফাঁড়ি থানায়। গোটা ঘটনার বিষয়ে জিবি ফাঁড়ি থানার পুলিশকে অবগত করেন। এনসিসি থানার ওসি জানান ঘটনার বিষয়ে জানার পর পুলিশ টহলদারি শুরু করে। একদিন পর ৭৯ টিলা এলাকার রাস্তার পাশ থেকে উদ্ধার হয় স্কুটিটি। পুলিস ধারাবাহিক ভাবে টহলদারি চালানোর ফলে চোরেরা স্কুটিটি রাস্তার পাশে রেখে দিয়ে গেছে বলে জানান তিনি। রবিবার স্কুটির প্রকৃত মালিক অভি চক্রবর্তীর হাতে স্কুটিটি তুলে দেওয়া হয়। চুরি যাওয়া স্কুটি ফিরে পেয়ে খুশি স্কুটির মালিক অভি চক্রবর্তী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য