স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার।
বৈঠকে সিদ্ধান্ত হয় লোকসভা নির্বাচন উপলক্ষে ত্রিপুরা লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টকে ঢেলে সাজানো হবে। এবং নতুন করে কমিটি গঠন করা হবে। এইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, সি ডাব্লিও সি-র মেম্বার তথা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান সহসাই দলীয় অনুমোদন নিয়ে প্রদেশ কংগ্রেসের লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের নতুন কমিটি গঠন করা হবে।