স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জানুয়ারি : ২৬ শে জানুয়ারি ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। সামগ্র দেশের সাথে রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুক্রবার নিজের সরকারি বাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সরকারি বাস ভবনে কর্মরত আধিকারিক ও আরক্ষা কর্মীরা। জাতীয় পতাকা উত্তোলনের পর সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশবাসিকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে, তা গর্বের বিষয়। সমগ্র বিশ্ব ভারতকে দেখছে। সকলে মিলে দেশকে শক্তিশালী করতে হবে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এইদিন মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন মহাকরণে কর্মরত আধিকারিক সহ আরক্ষা কর্মীরা। আরক্ষা কর্মীরা গার্ডঅফ অনার প্রদান করেন। মন্ত্রী রতন লাল নাথ জাতীয় পতাকা উত্তোলন করার পর পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। পরে মন্ত্রী রতন লাল নাথ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন ১৯৫০ সালের ২৬ জানুয়ারি স্বাধীন ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল। এইদিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ২৬ জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। ভারতের সংবিধান বিশ্লেষণ করলে কতগুলি মূল্যবোধ লক্ষ্যকরা যায়। এই সাংবিধানিক মূল্যবোধ গুলি হল সার্বভৌমত্ব, গণতন্ত্র, প্রজাতান্ত্রিক চরিত্র, ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, ব্যক্তির মর্যাদা ও জাতির ঐক্য সংহতি। ভারতবর্ষে বিভিন্ন জাতি ধর্মের মানুষের বসবাস। ভারতের জাতীয় ঐক্য বোধ দেশের জাতীয় চরিত্র বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী রতন লাল নাথ। এইদিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজধানীর গান্ধীঘাট শহীদ বেদীতে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী রতন লাল নাথ। পরে শহীদ বেদীতে মাল্যদান করেন। সেখান থেকে তিনি চলে যান লিচু বাগানস্থিত অ্যালবার্ট এক্কা পার্কে। সেখানে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মন্ত্রী রতন লাল নাথ।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতন লাল নাথ জানান ১৯৪৭ সালে দেশ স্বাধীন হলেও দেশ কি ভাবে চলবে তার জন্য সংবিধান তৈরি করা হয়। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর হয়। তাই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে বহু সরকার হয়েছে। কিন্তু কেউই সংবিধানে কথিত বিষয় গুলি সঠিক ভাবে উপলব্ধি করতে পারে নি। ২০১৪ সাল থেকে দেশের অগ্রগতি শুরু হয়েছে। কৃষি থেকে প্রযুক্তি, সর্ব ক্ষেত্রে দেশ সাফল্য পাচ্ছে। আগরতলা পুর নিগমের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। আগরতলা পুর নিগমের কার্যালয়ের সামনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করেন নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পুর নিগমে কর্মরত সকল স্তরের কর্মীরা। জাতীয় পতাকা উত্তলনের পর সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিগমের মেয়র দীপক মজুমদার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ্যবাসিকে শুভেচ্ছা জানান। দেশের সংবিধানে মানুষকে যে সকল অধিকার গুলি দেওয়া হয়েছে, সেই অধিকার গুলি সুনিশ্চিত করার জন্য ২০১৪ সাল থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করে যাচ্ছেন। আগরতলা পুর নিগম ছাড়াও এইদিন বিভিন্ন সরকারি অফিস গুলিতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সমগ্র রাজ্যে এইদিন যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয় দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস।