স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জানুয়ারি : প্রতিবছর সাড়ম্বরে রাজ্যেও প্রজাতন্ত্র দিবস পালিত হয়। অন্যান্য বছরের মতো এবছরও রাজ্য ভিত্তিক অনুষ্ঠান হয় আগরতলা আসাম রাইফেলস ময়দানে। শুক্রবার ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এর পরে তিনি বিভিন্ন বাহিনীর প্যাটুনের অভিবাদন গ্রহণ করেন।
প্যারেডে অংশ নেন ১৫ টি প্ল্যাটুন। এর মধ্যে রয়েছে আসাম রাইফেলস, বি এস এফ, ত্রিপুরা পুলিস পুরুষ- মহিলা, টি এস আর, হোমগার্ড,এন সি সি, এন এস এস সহ অন্যান্য প্ল্যাটুন। প্যারেডে অংশ নেওয়া প্রথম- দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারি প্ল্যাটুনগুলিকে পুরস্কৃত করেন রাজ্যপাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক, অন্যান্য মন্ত্রী, বিধায়ক সহ প্রশাসন ও পুলিসের উচ্চ পদস্থ আধিকারিকরা। রাজ্যবাসীর উদ্দেশ্যে লিখিত ভাষণে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু তুলে ধরেন দেশ ও রাজ্য কিভাবে এগিয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
রাজ্যের ৭০ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত কৃষিক্ষেত্রে। রাজ্যপাল বলেন, দ্রুত ডিজিটালাইজ করা হচ্ছে ভারতকে। রাজ্যপালের ভাষণে উঠে আসে ত্রিপুরার বাঁশ, আগর শিল্পের সম্ভাবনার কথা। এদিন শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন বিদ্যালয়ের ছেলে-মেয়েরা এতে অংশ নেন। মাঠে প্রচুর মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।