Friday, February 14, 2025
বাড়িরাজ্যআন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা ২৫ জানুয়ারি থেকে

আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা ২৫ জানুয়ারি থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি :  আগামী ২৫ জানুয়ারি থেকে হাঁপানিয়া স্থিত মেলা প্রাঙ্গনে শুরু হতে চলেছে ৩৪ তম আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা। এদিন বিকাল চারটায় মেলা শুরু হবে। মেলা চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার সময়সূচী প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত নয়টা পর্যন্ত। মেলার শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

 এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী সান্তনা চাকমা, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা থাকবে। বুধবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক। তিনি বলেন, এ বছর দর্শকদের জন্য মেলা আকর্ষণীয় করে তুলতে বিশেষ আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গনে ৫০৩ টি স্টল বসবে। কিন্তু আরো বহু শিল্পের স্টল বসতে চাইছে। কিন্তু পর্যাপ্ত জমি না থাকায় তাদের বসতে দেওয়া যাচ্ছে না। তবে বিশেষ করে বাংলাদেশ, আফগানিস্তান, থাইল্যান্ড ও দুবাই থেকে চারটি স্টল বসতে চলেছে। পাশাপাশি আমাদের দেশে ১৭ টি রাজ্য থেকে উদ্যোক্তারা মেলায় স্টল নিয়েছে। এবং তারা গুরুত্ব দেবে তাদের রাজ্যের সংস্কৃতি উপর। যা তুলে ধরবে মেলায় বলে জানান তিনি। আরো বলেন, মেলা শুধু কেনা বেচা জন্য নয়, যুবকদের কিভাবে স্ব-উদ্যোগী করে তোলা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে বিভিন্ন দপ্তরের প্রকল্প গুলির সম্পর্কে যুবকদের অবগত করা হবে। ব্যম্বু ও রাবার শিল্প সহ বিভিন্ন শিল্পের জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। আয়োজিত এই দিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক কিরণ গিত্যে সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য