Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যবাইক এবং পাঁচশত রাবার সিট চুরি

বাইক এবং পাঁচশত রাবার সিট চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি : চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ধর্মনগর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার ভোরে একটি বাইক এবং পাঁচশত রাবার সিট চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার বিবরনে জানা যায়, আলগাপুর রোডের নেতাজি ক্লাব সংলগ্ন মহেন্দ্র সরণী থেকে লিটন কুমার পালের বাইক চুরি করে নিয়ে যায়। লিটন কুমার পাল সুজিত পালের বাড়িতে ভাড়া থাকে।

জানা গেছে, সুজিত দুই মাস আগে তার বন্ধু উত্তম কুমার পালের কাছ থেকে বাইকটি ৯০,০০০ টাকায় কিনেছিল। এখনো বাইকের মালিকানায় উত্তম কুমার পালের নাম রয়ে গেছে। একই রাতে বড়াকান্দির ৫ নং ওয়ার্ড থেকে পাঁচশো রাবার সিট চুরি হয়ে যায়। আবার সিটের মালিক পরিমল নাথ সে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীতে কর্মরত, সুমন দেবনাথ নামে এক ব্যক্তির কাছে তার বড়ুয়াকান্দির রাবার বাগানটি দেখাশোনার দায়িত্বে দেওয়া ছিল। রাবারের সাথে স্কেপার যা ছিল তাও চুরি করে নিয়ে গেছে চোরের দল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য