স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি : শিয়রে লোকসভা নির্বাচন, এই মুহূর্তে সহীদ ভগৎ সিং যুব আবাসে মহিলা স্ব-সহায়ক দল এবং এন জি ও যারা পরিচালনা করেন তাদের সঙ্গে জন সম্পর্ক করতে বসলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তাদের সুখ দুঃখ সব কিছু অনুধাবন করতে এই এদিনের শক্তি বন্দন প্রদেশ কর্মশালা বলে জানান রাজীব ভট্টাচার্য। এবং এটা দলের রুটিন ওয়ার্ক। কারণ মহিলাদের স্ব-শক্তিকরণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক কাজ করেছেন।
বিশেষ করে মহিলাদের আয় সুদৃঢ় করার লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার অঙ্গ হিসেবে আজ শক্তি বন্দন কর্মসূচি করা হয় বলে জানান তিনি। এই কর্মশালার মাধ্যমে মহিলাদের আরও বেশি উৎসাহিত করা হবে। আগামী দিন জেলা ও মন্ডল স্তরে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে। রাজীব ভট্টাচার্য আরো জানান, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করতে এবং প্রধানমন্ত্রীকে দুটি আসন উপহার দিতে এই মাতৃ শক্তিদের সংগঠিত করা হচ্ছে। তাদের নিয়ে লোকসভা নির্বাচনের কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়বে দল বলে জানান তিনি। আয়োজিত কর্মশালা এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায় এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।