স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি : ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে বুধবার রাজধানীর আসাম রাইফেলস ময়দানে হয় চূড়ান্ত প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারও মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেলস ময়দানে।
এইবারের কুচকাওয়াজে আসাম রাইফেলস ময়দানে বেশ কয়েকটি প্লেটুন অংশ গ্রহণ করবে। বুধবার আসাম রাইফেলস ময়দানে তারই চূড়ান্ত প্রস্তুতি লক্ষ্য করা গেছে। কুচকাওয়াজে অংশ গ্রহণকারী প্লেটুন গুলি একে এক মহড়ায় অংশ নেয়। টি এস আর সহ রাজ্য পুলিশের প্লেটুন এই কুচকাওয়াজে অংশ গ্রহণ করে। রয়েছে বেশ কয়েকটি ব্যান্ড। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে আসাম রাইফেলস ময়দান ও তার প্রবেশ পথ। এদিনের চূড়ান্ত কুচকাওয়াজের মহড়ায় উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা।