স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জানুয়ারি : বাল্যবিবাহ সমাজের অভিশাপ। আর এই অভিশাপ মুক্ত হতে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন রাজ্যের দক্ষিণ জেলার ঋষ্যমুখ বিধানসভার স্কুল ছাত্রী সাহসিনী জোৎস্না আক্তার।
সে মাত্র ১৫ বছর বয়সে নিজ বিবাহ রুখে যেমন দৃষ্টান্ত স্থাপন করেছে, ঠিক তেমনি দক্ষিণ ত্রিপুরার অনেক বালিকার বাল্যবিবাহ রোধে ভূমিকা রেখে সমাজের কাছে এক অনন্য নজির স্থাপন করেছে। এই অসামান্য সাহসিকতা, কৃতিত্ব এবং সমাজের চেতনা জাগ্রত করার ভূমিকার জন্য তার নাম “প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরষ্কার- ২০২৪” এর জন্য মনোনীত হয়েছে। সোমবার সন্ধ্যায় দিল্লি স্থিত বিজ্ঞানভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মেয়েটির হাতে সম্মাননা তুলে দেন। সাহসিনী জোৎস্নার এই প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক অর্জনের জন্য তাকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান মু্খ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।