স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জানুয়ারি : রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী ধর্মীয় স্থানে বিজেপির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান চলছে।সারা রাজ্যের সঙ্গে বক্সনগর মন্ডলের বিভিন্ন স্থানে একমাস ব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে স্বচ্ছ ভারত অভিযান জারি রয়েছে। রবিবার সকালে ভেলুয়ারচড় গ্রাম পঞ্চায়েতের চারটি স্থানে একই সঙ্গে মন্দির মসজিদ এবং স্কুল ও বাজারে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা দিলেন বিধায়ক তফাজ্জল হোসেন।
প্রথমে ভেলোয়ারচড় জামে মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন আবর্জনা পরিষ্কারের মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযান করেন। তারপর জড়াজলা হাই স্কুলের মাঠ পরিস্কার পরিচ্ছন্ন করেন। তারপর চলে যান ভেলোয়ারচড় বাজারে। বাজারের বিভিন্ন অলিগলি পরিষ্কার করে সর্বশেষে বাজার প্রাঙ্গণের দুর্গা মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান করেন। এই চারটি স্থানে একের পর এক মেগা স্বচ্ছ ভারত অভিযান করেন বক্সনগর মন্ডল কমিটির উদ্যোগে। এই মেগা স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন, বক্সনগর মন্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা এবং ভেলোয়ারচড় গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল চন্দ্র দাস।
এছাড়া বক্সনগর মন্ডল অন্তর্গত বুথ স্তর থেকে জেলা স্তরের সমস্ত কার্যকর্তারা উপস্থিত ছিলেন। স্বচ্ছ ভারত প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক তফাজ্জল হোসেন বলেন, সোমবার অর্থাৎ ২২ শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে ভগবান রাম প্রবেশ করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রীর আহবানে সারাদিন স্বচ্ছতার অভিযান চলছে গোটা দেশের বিভিন্ন মন্দিরে।এরই অঙ্গ হিসাবে এই স্বচ্ছ ভারত অভিযান। তিনি বলেন, পাঁচশত বছর আগে ভগবান রাম ঘর থেকে বেরিয়ে ছিলেন। দেশের কোন প্রধানমন্ত্রী ভগবান রামকে ঘরে প্রবেশ করার চিন্তাও করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু ভগবান রামকে ঘরে প্রবেশ করাচ্ছেন না, তেমনি রাম মন্দিরের আদলে শ্রেষ্ঠ মসজিদ নির্মাণ করে দেবেন প্রধানমন্ত্রী।