স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জানুয়ারি : সবকিছু ঠিকঠাক থাকলে বটতলা বাজারের মতো মার্চ মাস থেকে শুরু হবে জিবি বাজারকে আধুনিক বাজারে পরিণত করার কাজ। রবিবার জিবি বাজার সরজমিনে পরিদর্শনে গিয়ে এ কথা বলেন মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন কর্পোরেটর প্রদীপ চন্দ সহ অন্যান্যরা। এইদিন সরজমিনে জিবি বাজার পরিদর্শনের পর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, জিবি বাজারকে আধুনিক বাজারে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে বাজারের ব্যবসায়ী সমিতির সাথে আলোচনা করা হয়েছে। ব্যবসায়ী সমিতি সহযোগিতা করছে। আগরতলা শহরে ১০ টি বাজারকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে একটি হল জিবি বাজার। কারণ গত কিছুদিন আগে যানজট মুক্ত করতে জিবি বাজারের রাস্তার পাশে থাকা বেআইনি দোকানিদের তুলে দেওয়া হয়েছে। তাদের কথা আরো মাথায় রেখে, অগ্রাধিকারের ভিত্তিতে জিবি বাজারকে আধুনিক বাজারে পরিণত করা হবে। সবকিছু ঠিক থাকলে মার্চ মাসের মধ্যে কাজ শুরু করা হয়েছে। চেষ্টা করা হবে ১ বছরের মধ্যে কাজ সম্পন্ন করার। কিছুটা সময় লাগলো বাজারটি সুন্দর ও আধুনিককরণ বাজার করা হবে। সব অংশের মানুষের কথা চিন্তা করে বাজারটি এই আধুনিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এলাকায় রয়েছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল। প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে এই বাজারে। মানুষের স্বার্থে আগরতলা পুর নিগম আধুনিকরণের উদ্যোগ নিয়েছে।