Sunday, September 8, 2024
বাড়িরাজ্যউশৃংখল জনতার কাছে মাথা নত করল বন কর্মীরা

উশৃংখল জনতার কাছে মাথা নত করল বন কর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জানুয়ারি। : অবশেষে এলাকার উশৃংখল জনতার চাপে পড়ে হেমন্ত’কে বনদপ্তর রেহাই দিতেই বনদপ্তরের গাড়ি ছাড়লো উশৃংখল জনতা। উল্লেখ্য, বনের মূল্যবান গাছ কাটার অপরাধে তেলিয়ামুড়া বনদপ্তরের বন কর্মীরা মনটাংভ্যালি এলাকা থেকে হেমন্ত রিয়াং নামের এক ব্যক্তিকে আটক করে তেলিয়ামুড়া বনদপ্তরে নিয়ে যায়।

 এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে, এদিকে একাংশ উশৃংখল জনতা বনদপ্তর, পুলিশ এবং আধা সাময়িক বাহিনীর গাড়ি আটকে রাখে দীর্ঘ ৪-৫ ঘন্টা সময় ধরে। শেষ পর্যন্ত এলাকার উশৃংখল জনতার চাপে পড়ে রীতিমতো লেজ গুটিয়ে হেমন্ত রিয়াং-কে বনদপ্তর থেকে রেহাই দেওয়া হয়। পরবর্তীতে দীর্ঘ প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বন কর্মীরা চাপের মুখে পড়ে কাঠ মাফিয়া হেমন্তকে রেহাই দেয়। বন বাবুদের ভূমিকা  রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য