Tuesday, December 3, 2024
বাড়িরাজ্য১৫ দফা দাবিতে কংগ্রেসের বিক্ষোভ মিছিল

১৫ দফা দাবিতে কংগ্রেসের বিক্ষোভ মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি :  লোকসভা নির্বাচনকে সামনে রেখে ১৫ দফা দাবিতে বুধবার কংগ্রেসের বিক্ষোভ মিছিল সংগঠিত হয় উদয়পুর শহরে। এদিন উদয়পুর জামতলা স্থিত জেলা কংগ্রেস ভবন থেকে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল এবং প্রাক্তন বিধায়কের উপস্থিতিতে ১৫ দফা দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

 মিছিলেকে কেন্দ্র করে কংগ্রেস দলের কর্মীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি পালনে ব্যর্থ। শিক্ষা, স্বাস্থ্যের বেহাল অবস্থা, বেকারদের  কর্মসংস্থান নেই, বিজেপি দল   মানুষকে মিথ্যে আশ্বাস দিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে। কিন্তু ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি পালন না করে মানুষের সঙ্গে প্রতারণা করেছে এই সরকার। এদিন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল আরো দাবি করেন ২০২৪ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দলের সরকার আর থাকবে না কেন্দ্রে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য