স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জানুয়ারি : হৃদয় নন্দী নামে এক যুবক আত্মহত্যার পথ বেছে নিল শনিবার রাতে। বয়স আনুমানিক ২০ বছর। পেশায় সে একজন গাড়ি চালক ছিল। ঘটনা রাজধানীর বড়দোয়ালি এন.বি.আর.সি ক্লাব সংলগ্ন এলাকার এক ভাড়া বাড়িতে।
জানা যায় এলাকার বাসিন্দা জয়ন্তী দে-র বাড়িতে ভাড়া থাকত হৃদয় নন্দী। হুদয় নন্দীর এক নিকট আত্বিয় জানান রবিবার গভীর রাতে ভাড়া ঘরে আসে হৃদয় নন্দী। রাতের বেলায় হুদয়ের বোনের জামাই ভাড়া ঘরে হুদয়কে খোঁজ করে যায়। সোমবার সকালে পুনরায় হৃদয়ের বোনের জামাই হৃদয়কে খোঁজ করতে ভাড়া ঘরে যায়। কিন্তু হৃদয়ের ভাড়া ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়। তারপর ঘরের দরজা ভাঙ্গা হয়। ঘরের দরজা ভাঙ্গার পর দেখা যায় হৃদয় ফাঁসিতে আত্মহত্যা করেছে। তারপর পুলিশ ও পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।