স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জানুয়ারি : রাম মন্দির প্রতিষ্ঠাতাকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান করেছেন, রবিবার থেকে যাতে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত দেশের সমস্ত তীর্থস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। প্রধানমন্ত্রীর আহবান সাড়া দিয়ে এদিন সকাল থেকেই শুরু হয়েছে সারা রাজ্যের তীর্থস্থানে স্বচ্ছতার অভিযান।
খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চৌদ্দ দেবতা মন্দিরে স্বচ্ছতা অভিযান করা হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। স্বচ্ছতা অভিযানের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, অযোধ্যায় ভব্য রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বানকে সামনে রেখে স্থানীয় কার্যকর্তাদের সাথে নিয়ে চৌদ্দ দেবতার মন্দিরে স্বচ্ছতা অভিযানে করা হয়। আগামী ২২ জানুয়ারী পর্যন্ত এই মহান কর্মযজ্ঞে সামিল হয়ে বিভিন্ন মন্দির প্রাঙ্গণকে পরিচ্ছন্ন করে তুলার জন্য রাজ্যবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হচ্ছে বলে জানান।