Saturday, February 15, 2025
বাড়িবিশ্ব সংবাদচিনকে অস্বস্তিতে ফেলে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট

চিনকে অস্বস্তিতে ফেলে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট

স্যন্দন ডিজিটাল ডেস্ক। ১৪ জানুয়ারি : চিনকে অস্বস্তিতে ফেলে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন লাই চিং তে ওরফে উইলিয়াম লাই। আর নয়া দায়িত্বে এসেই বেজিংকে কড়া বার্তা তাঁর। জানিয়ে দিলেন, চিনা হুমকির থেকে তাইওয়ানকে রক্ষা করবেন তিনি।

এদিন জয়ের পর হাজার হাজার সমর্থকদের সামনে ভাষণ দেন লাই। আবেগপ্রবণ স্বরে বলে ওঠেন, ”আজ রাতটা তাইওয়ানের। তাইওয়ানকে বিশ্ব মানচিত্রে টিকিয়ে রাখতে পেরেছি আমরা। এই নির্বাচন দেখিয়ে দিয়েছে গণতন্ত্রের প্রতি তাইওয়ানের মানুষ কতটা দায়বদ্ধ। আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দিতে চাই, আমরা গণতন্ত্র ও কর্তৃত্ববাদের মধ্যে গণতন্ত্রকেই বেছে নিয়েছি। আশা করি চিনও এটা বুঝতে পেরেছে। ভবিষ্যতে এই নতুন পরিস্থিতিকেও তারা খতিয়ে দেখে নিশ্চয়ই বুঝবে একমাত্র শান্তির পথেই দুপক্ষের কল্যাণ হতে পারে।” সেই সঙ্গে তাঁর প্রতিশ্রুতি, ”চিনের লাগাতার হুমকির হাত থেকে তাইওয়ানকে রক্ষা করতে আমরা দায়বদ্ধ।”

উল্লেখ্য, বরাবরই অভিযোগ ছিল, এই নির্বাচনে কলকাঠি নাড়ছে বেজিং। তাইপেইতে নিজের পছন্দের প্রেসিডেন্ট চাইছিল তারা। আর সেই কারণেই লাইকে ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’ বলে প্রচার চালিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত শেষ হাসি হেসেছেন শাসক ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির নেতাই। উল্লেখ্য, এর আগে তিনিই ছিলেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য