স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জানুয়ারি : প্রাণী সম্পদ বিকাশ বিকাশ দপ্তরের উদ্যোগে হালহালি কমিউনিটি হলে দপ্তরের জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী প্রাণী পালক সন্মান নিধি ও বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান ও আলোচনা চক্রের অনুষ্ঠান হয়। আলোচনা চক্রের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার। স্বাগত ভাষণ দেন সঞ্জিত দাস। তবে অনাদি সরকার বলেন, এই প্রকল্পে দরিদ্র মানুষের জন্য হাঁস, মোরগ, শুকরছানা, গরুর বাচ্ছা ইত্যাদি সুবিধা দেওয়া হয়।
কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন পঞ্চায়েত গুলোতে যোগ্য বেনিফিশিয়ারিদের বঞ্চিত করে এমন লোককে সুবিধা পাইয়ে দেওয়া হয় যা কোনো কাজে আসে না। ফলে যারা সুবিধা পাচ্ছে তারা হাঁস, মোরগ, শুকর ছানা অন্যত্র বিক্রি করে দিচ্ছে। আর যারা প্রকৃত গরিব তারা বঞ্চিত রয়ে যায়। পঞ্চায়েতগুলি যদি এই কাজ করে তাহলে দপ্তরকে দোষ দিয়ে কি লাভ। তাহলে এই প্রকল্পের সুবিধা প্রকৃত বেনিফিশিয়ারিদের কাছে কিভাবে পৌঁছাবে। তিনি আরো বলেন, নেতাদের ধান্দা একটাই কিভাবে শুধু টাকা কামানো যায়। শুধু খাই আর খাই। এমন মানসিকতার পরিবর্তনের প্রয়োজন। নাহলে রাজ্য সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। বরং পিছিয়ে যাবে। তাই প্রথমে আমাদের মানসিকতার বদলের প্রয়োজন। এদিন অনুষ্ঠানে বিভিন্ন সুবিধা প্রাপ্যকদের হাতে নগদ টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন দূর্গা চৌমুহনি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল, সহ অধিকর্তা বাদল দাস, সভাপতিত্ব করেন হালহালি পঞ্চায়েতের প্রধান শ্যামল মালাকার। এই অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের প্রয়ানে এক মিনিট নীরবতা পালন করা হয়।