Saturday, July 27, 2024
বাড়িরাজ্যরাহুল গান্ধীর ন্যায় যাত্রায় সামিল হতে আহ্বান ডলি শর্মার

রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় সামিল হতে আহ্বান ডলি শর্মার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জানুয়ারি : ১৪ জানুয়ারি ভারত জড়ো ন্যায় যাত্রা শুরু করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই ন্যায় যাত্রা হবে মনিপুর থেকে মুম্বাই পর্যন্ত। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির মুখপাত্র ডলি শর্মা। তিনি বলেন, গত ১০ বছর দেশে অন্যায় কাল বিরাজ করছে। কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন সরকার থেকে মানুষ যদি কিছু পেয়ে থাকে তাহলে সেটা ধোঁকা পেয়েছে, আর সরকার যদি কিছু দিয়ে থাকে তাহলে মানুষের পেছনে ছুরি মেরেছে।

এবং এ সরকার গত দশ বছরে দেশের লোকতন্ত্রকে আঘাত করেছে। তারা গোটা দেশকে হাতের মুঠোয় নিতে যেসব রাজ্যে বিজেপি নেই সেসব রাজ্যে বিধায়কদের কিনে কিংবা সেখানে জোর করে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, দেশে বেকারত্ব গত ১০ বছরে তিনগুণ বেড়েছে। যা গত ৪৫ বছরে রেকর্ড। আরো বলেন বিশ্বের মধ্যে জিনিসের মূল্য কমলেও একমাত্র ভারতে শুধুমাত্র জিনিসপত্রের মূল্য লাফিয়ে বেড়েছে। কিন্তু মানুষের আয় বাড়েনি। মানুষের সমস্যায় সমাধান করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তাই এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতেই রাহুল গান্ধী এই ভারত জুড়ো কর্মসূচি ডাক দিয়েছে। সকলকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় কর্মসূচিতে এগিয়ে আসেন আহ্বান জানান তিনি। এ দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য