স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : প্রচুর পরিমাণে নেশা সামগ্রী, নগদ টাকা, তিনটি মোবাইল ফোন এবং তিনজন গ্রেফতার আগরতলা কুমারী টিলার শ্যামলী বাজার রিঙ্কুয়া এলাকায়। পরে এই বিষয়ে বিস্তারিত জানান এনসিসি থানার ওসি। তিনি বলেন, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শ্যামলী বাজার রিঙ্কুয়া এলাকায় ব্রাউন সুগার নিয়ে হাজির হয়েছে নেশা কারবারীরা। পুলিশ গোপন খবরের ভিত্তিতে এলাকায় গিয়ে উৎপেতে বসে থাকে।
কিছুক্ষণ পরেই দেখা যায় নেশার কারবারিরা ব্রাউন সুগার নিয়ে এলাকায় ঘোরাফেরা করছে। পুলিশ তাদের দিকে নজর রাখে। এবং অভিযুক্ত নেশা কারবারীরা এলাকায় ঘুরে ঘুরে ব্রাউন সুগার বিক্রি করার সময় তাদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৪০০ ব্রাউন সুগারের কৌটা আটক করা হয়। তাদের কাছ থেকে আটক করা হয় নগদ ২৩ হাজার টাকাও। এর পাশাপাশি ৫০০ খালি ব্রাউন সুগারের কৌটাও আটক করা হয়। এই ঘটনায় যারা আটক হয়েছে তাদের তিনজনের মধ্যে একজন মহিলাও রয়েছে। আটক হওয়া সমস্ত কিছু মূল্য প্রায় চার লক্ষাধিক টাকা হবে বলে জানান ওসি। তিনি আরো জানান, ধৃতদের নাম দিলীপ চৌহান, রতন দেবনাথ এবং প্রিয়া দাস। অভিযুক্ত মহিলার বাড়ি ধনেশ্বর এলাকায়। বাকি দুই অভিযুক্তের বাড়ি রিঙ্কুয়া এলাকায় এবং গোর্খাবস্তি এলাকায়।