স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে শাসক দল বিজেপি। রাজ্যে দুটি আসনেই বিজেপি বিরোধীদের শূণ্য করে ঘরে ঢুকাতে ইতিমধ্যে প্রচারের দিকে গুরুত্ব দিয়ে চলেছে।
বুধবার সকালে ঘন কুয়াশার মধ্যেই প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন। তিনি বনমালীপুর মন্ডল অফিসের সামনে দেওয়ালে পদ্মফুল চিহ্নের উপর তুলির টান দেন। সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা। লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন রাজ্যের প্রত্যেকটি বুথে লোকসভা নির্বাচনের এক অন্যতম কর্মসূচির অঙ্গ হিসেবে এই দেওয়াল লিখন করা হয়। বিশেষ করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে নরেন্দ্র মোদির হাত শক্তিশালী করার আওয়াজ তুলেন তিনি।