স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : নিজ স্বামীর বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লাড়ছে এক গৃহবধূ। ঘটনা মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ ধর্মনগর মহকুমা অন্তর্গত বাগবাসা বিধানসভার দক্ষিণ হুরুয়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায়। পরবর্তী সময় ধর্মনগর দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। গৃহবধুর নাম স্বপ্না পাল মজুমদার।
স্বামী পরিতোষ মজুমদার। চিকিৎসক সূত্রে জানা যায় গৃহবধুর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওই গৃহবধূ। এদিকে গৃহবধূর স্বামী পরিতোষ মজুমদার জানান বাড়িতে আগুন পোহাতে গিয়ে ঘটে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ধর্মনগর জেলা হাসপাতালে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে ধর্মনগর থানার পুলিশ।