Thursday, February 13, 2025
বাড়িরাজ্যগান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ টিএসএফ -এর

গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ টিএসএফ -এর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : রোমান হরফে ককবরক ভাষার পরীক্ষার দাবিতে রাজধানীর সার্কিট হাউস এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় টিএসএফ। এদিন দীর্ঘক্ষণ চলে তাদের বিক্ষোভ প্রদর্শন।পরবর্তী সময় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয়ে যাওয়ার সময় তাদের গতি রুখে দেয় পুলিশ প্রশাসন। টি এস এফ -এর সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া জানান, রোমান হরফে ককবরক ভাষার পরীক্ষা নিয়ে মঙ্গলবার বিধানসভা অধিবেশনের তৃতীয় দিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।

বিরোধী দলনেতার এই বিষয়টি উত্থাপন করার জন্য ধন্যবাদ জানানো হয় টিএসএফের পক্ষ থেকে হামলু জমাতিয়া। তাদের বক্তব্য বিষয়টি নিয়ে ইতিবাচক ভূমিকা নেওয়া দরকার সরকারের। জনজাতি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সি বি এস ই -কে চিঠি দিয়ে ককবরক বিষয়ের প্রশ্নপত্র রোমান ও বাংলা এই দুটি লিপিতে ছাপানোর জন্য। এবং সি বি এস সি পরিচালিত পরীক্ষায় অন্য সমস্ত বিষয়ে প্রশ্নপত্র ছাপানো ও উত্তরপত্র লেখার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি দুটি ভাষাতেই যদি মান্যতা দেওয়া যায় তাহলে ককবরক বিষয়ের ক্ষেত্রেও দ্বি – লিপিতে বাঁধা কোথায়। আগামী ফেব্রুয়ারি মাসে সি বি এস ই পরিচালিত পরীক্ষা শুরু হবে। তাই এর আগে যাতে দাবিতে কার্যকর করা হয় তার জন্য দাবি জানানো হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য