স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : লোকসভা নির্বাচনের আগে রাজ্যের রদ বদল হয়েছে কংগ্রেস কমিটির। সম্প্রতি এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি ঘোষণা করা হয়েছে। যদিও তালিকা প্রকাশের পর চাপা ক্ষোভ কতিপয় নেতাদের মধ্যে বিরাজ করছে। এরই মধ্যে বুধবার নবগঠিত ত্রিপুরা প্রদেশ কংরেসয কমিটির বর্ধিত সভা হয়। এদিন রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে হয় সভা।
এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্ত্রন বিধায়ক দিবাচন্দ্র রাংখল, অধ্যাপক মানিক দেব সহ অন্যরা। আসন্ন লোকসভা নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। এছাড়াও বিভিন্ন বিষয় উঠে আসে দলকে শক্তিশালী করা নিয়ে। তবে দলের অন্দরে নবগঠিত কমিটি নিয়ে এক প্রকার ভাবে ক্ষোভ সৃষ্টি হয়ে আছে। যা এই দিনের বৈঠকে প্রত্যক্ষ করা গেছে। কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল অনেকটাই কম।