আগরতলা, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় দুই বিজেপি বিধায়কের পদত্যাগে মোটেও শঙ্কিত নয় শাসক দল। দলের প্রদেশ সভাপতি ডা. মানিক সাহার সাফ কথা, গণতান্ত্রিক পদ্ধতি মেনে বিধায়ক পদ থেকে সুদীপ রায়বর্মণ এবং আশিস সাহার ইস্তফা দেওয়ার অধিকার রয়েছে। এতে অবশ্য রাজ্য বিজেপিতে কোনও প্রভাব পড়বে না। সাথে তিনি স্বীকার করেন, পদত্যাগী দুই বিধায়ক বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন।
দীর্ঘদিন ধরে জল্পনা তুঙ্গে ছিল, বিজেপির টিকিটে নির্বাচিত দুই বিধায়ক সুদীপ রায়বর্মণ ও তাঁর ঘনিষ্ঠ বিধায়ক আশিসকুমার সাহা দল ছাড়বেন, সাথে ইস্তফা দেবে বিধায়ক পদেও। আজ সোমবার সকালে যাবতীয় জল্পনার বাস্তবায়ন দেখা গিয়েছে। আজ সকালে বিধানসভায় গিয়ে সুদীপ রায়বর্মণ ও আশিসকুমার সাহা বিধায়ক পদে তাঁদের ইস্তফাপত্র অধ্যক্ষের হাতে তুলে দিয়েছেন। অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র জমা দিয়ে বেরিয়ে এসে দুজনেই সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা বিজেপির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন।
এ-বিষয়ে প্রদেশ বিজেপি সভাপতি ডা. মানিক সাহা বলেন, পদত্যাগী বিধায়ক সুদীপ রায়বর্মণ ও আশিসকুমার সাহা দলের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দিয়েছে বলে চিঠি পেয়েছেন। এখন দলীয় সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সুদীপবাবু এবং আশিস সাহা দল এবং বিধায়ক পদ ছাড়বেন, তা আগে থেকেই অবগত ছিলাম আমরা। এ জন্য দল প্রস্তুতও ছিল। তাই কোনও অসুবিধা হবে বলে বোধ করছেন না প্রদেশ সভাপতি।
ডা. মানিক সাহার কথায়, গণতান্ত্রিক পদ্ধতি মেনে দল এবং বিধায়ক পদ থেকে পদত্যাগ করার অধিকার রয়েছে সকলের। তাই দুই বিধায়ক ইস্তফা দেওয়ায় ত্রিপুরা-বিজেপি মোটেও শঙ্কিত নয়। এখন তাঁরা দুজনেই নিজের ভালোমন্দ বুঝে নেবেন। তিনি বলেন, ত্রিপুরার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় আজ দলের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠকের ডাক দিয়েছি। ওই বৈঠকে যাবতীয় আলোচনা হবে।