Friday, December 27, 2024
বাড়িরাজ্যখুন হওয়া দুই সাংবাদিকের তদন্ত বিচারধীন

খুন হওয়া দুই সাংবাদিকের তদন্ত বিচারধীন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি :  সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিক হত্যাকান্ডের তদন্ত কার্য কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে সে বিষয় নিয়ে প্রশ্ন আনেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে বিগত ২০১৭ সালে ২৯ সেপ্টেম্বর মান্দাই থানার অন্তর্গত শান্তনু ভৌমিক হত্যা সংক্রান্ত ভারতীয় দন্ডবিধি ১৪৮/১৪৯/৩০২/১২০(B)/৩৫৩ ধারায় এবং PDPP Act 1984 -এর ০৩ নং ধারায় একটি মামলা নথিভুক্ত হয়। পরবর্তী সময় ২০১৮ সালে ৩০ জুন মামলাটি সিবিআই -কে তদন্তের জন্য হস্তান্তর করা হয়।

এবং ২০১৯ সালের ১৩ ডিসেম্বর সিবিআই সাপ্লিমেন্টারি চার্জসিট জমা দেয়। বর্তমানে মামলাটি পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত দায়রা জজ কোর্ট নং ০২ -এ বিচারধীন আছে। দ্বিতীয়ত, ২০২১ সালে ২১ নভেম্বর বোধজং নগর থানায় সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যা সংক্রান্ত ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় এবং আমস অ্যাক্টের ২৭ নং ধারায় একটি মামলা নথিভুক্ত হয়। পরবর্তী সময় ২০১৮ সালে ৯ আগস্ট মামলাটি সিপিআই কে তদন্তের জন্য হস্তান্তর করার পর সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়। বর্তমানে মামলাটি পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত দায়রা জজ কোর্ট নং ০২ – এ বিচারধীন রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য